ছিটকে গেলেন রিবাকিনাও

মেয়েদের এককের চতুর্থ র‍্যাঙ্কিংধারী এলেনা রিবাকিনা ভাইরাস আক্রান্ত হয়ে বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন থেকে। তার বিদায়ে শেষ ষোলোর আগেই মেয়েদের শীর্ষ দশ বাছাইয়ের পাঁচজন ছিটকে গেলেন।

গতকাল সকালে তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সরিবেস তোর্মোর বিপক্ষে ম্যাচ ছিল রিবাকিনার। কিন্তু কাজাখস্তানের প্রথম গ্র্যান্ডস্লাম বিজয়ী ম্যাচের আগেই সরে দাঁড়িয়েছেন। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোর্টে ১০ মিনিটের বেশি দাঁড়াতে পারছি না। গতকাল ও তার আগের দিন থেকেই ভালো লাগছে না। গতকাল রাতে ঘুমাতে পারিনি।’

কোনো সেট না হেরে তৃতীয় রাউন্ডে চলে এসেছিলেন রিবাকিনা। এর পর এমন ঘটনায় হতাশ তিনি, ‘আমার দ্বিতীয় ম্যাচের পর শুরু হয়েছে। সবকিছুই ঠিকঠাক ছিল এর আগে। আমি জানি না কী হয়েছে। হঠাৎ আমার খারাপ লাগা শুরু করল, এবং এরপর থেকে আর ভালো হচ্ছে না।’

হঠাৎ শরীর খারাপের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন, ‘আমার ধারণা আমার এলার্জির কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এবং আমি কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছি। ডাক্তারও বলছিলেন, প্যারিসে এখন একটি ভাইরাস সংক্রমণ হচ্ছে।’

রিবাকিনার আগেই রোলাঁ গারোঁকে বিদায় বলেছেন আরও চার শীর্ষ বাছাই। তৃতীয় বাছাই জেসিকা পেগুলা, পঞ্চম বাছাই ক্যারোলিন গার্সিয়া। অষ্টম ও দশম বাছাই মারিয়া সাক্কারি এবং পেত্রা কেভিতোভাও বাদ পড়েছেন আগে।

কাজাখস্তানের শীর্ষ তারকার সরে দাঁড়ানোয় বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ তারকা ইগা সিওনতেকের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। কারণ, সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে রিবাকিনার মুখোমুখি হওয়ার কথা ছিল সিওনতকের। মাত্রই ইতালিয়ান ওপেন জিতে ফর্মে ছিলেন রিবাকিনা। ফাইনালের আগে তাই শক্তিশালী কোনো প্রতিপক্ষ পাচ্ছেন না সিওনতেক।

এদিকে রিবাকিনা সরে দাঁড়ানোয় ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেছেন স্প্যানিশ সরিবেস তোর্মো। বিশ্বের ১৩২ নম্বর খেলোয়াড় সেখানে মুখোমুখি হবেন বিয়াত্রিস মালা ও একাতেরিনা আলেক্সান্দ্রোভার মধ্যকার ম্যাচের বিজয়ীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − seventeen =