জকসু নির্বাচন স্থগিত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ‘জকসু নির্বাচন ২০২৫’ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসস

সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া আজ ভোর ৬:০০ টায় পরলোকগমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পুরো দেশের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এর প্রেক্ষিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সকালে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আজকের অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

সাংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জকসু নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান বিধায় এটি সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে বাধ্য। এমতাবস্থায়, জকসু নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে। নির্বাচনের পরবর্তী তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 20 =