জকোভিচ বছর শেষ করলেন শীর্ষে থেকেই

প্যারিস মাস্টার্স টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার পরেই বছর শেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিশ্চিত হয়ে গিয়েছিল নোভাক জকোভিচের। কাল এলো আনুষ্ঠানিক ঘোষনা। রাশিয়ান ডানিল মেদভেদেভকে ফাইনালে পরাজিত করে প্যারিস মাস্টার্সের শিরোপাও জয় করেছেন এই সার্বিয়ান তারকা।

এ বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্ণামেন্ট জয় করা জকোভিচ এনিয়ে টানা সপ্তমবারের মত র‌্যাঙ্কিয়ের শীর্ষে থেকে বছর শেষ করে রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক তারকা পিট স্যাম্প্রাস টানা ছয়বার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। তিন হাজারেরও বেশী র‌্যাঙ্কিং পয়েন্টে তিনি দ্বিতীয় স্থানে থাকা মেদভেদেভকে পিছনে ফেলেছেন।

নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী জার্মানীর আলেক্সান্দার জেভরেভ ক্যারিয়ার সেরা তৃতীয় স্থান লাভ করেছেন।

এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং : ১. নোভাক জকোভিচ (সার্বিয়া)১০৯৪০ রেটিং পয়েন্ট ২. ডানিল মেদভেদেভ (রাশিয়া)৭৬৪০ ৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)৬৫৪০ ৪. স্টিফানোস টিসিতসিপাস (গ্রিস)৬৫৪০ ৫. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)৪৯৫০ ৬. রাফায়েল নাদাল (স্পেন)৪৮৭৫ ৭. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)৪৫৬৮ ৮. কাসপার রুড (নরওয়ে)৩৭৬০ ৯. হাবার্ট হারকার্জ (পোল্যান্ড)৩৭০৬ ১০. ইয়ানিক সিনার (ইতালি)৩৩৯৫

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + 18 =