জন্মদিনে কবীর সুমনের নতুন গান মুক্তি পেল

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমনের জন্মদিন ছিল ১৬ মার্চ। এ উপলক্ষ্যে উন্মুক্ত হয়েছে এই গায়কের গাওয়া নতুন গান-ভিডিও ‘যাচ্ছে জীবন’। গানটির কথা লিখেছেন বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজন।

কিছুদিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ভিডিওর বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।

গানটি নিয়ে এক অডিওবার্তায় কবীর সুমন বলেন, ‘যাচ্ছে জীবন-সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’

গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরনের গান লিখতে চাই।’

রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল, এনটিভির ফেসবুক পেজ এবং অ্যামাজান, স্পোটিফাই, অ্যাপেল স্টোরসহ বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেওয়া হয়েছে গানটি।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =