জন্মদিনে নতুন লুকে সুস্মিতা

সুস্মিতা সেন এ বার নতুন রূপে। খোলা চিঠি লিখে নিজেই সে কথা জানিয়েছিলেন তিনি। চিন্তায় ছিলেন তার অনুরাগীরা। তবে সুস্মিতা কথা দিয়েছিলেন, খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আনবেন তার নতুন ‘লুক’। কথা রেখেছেন বিশ্বসুন্দরী। জন্মদিনে নতুন রূপে এসেছেন ভক্তদের সামনে।

লাইভ ভিডিয়োয় ছোট চুল, চোখে রোদচশমা। রাস্তায় হাঁটতে হাঁটতেই শুরু করলেন সুস্মিতা— “আমি জানি, আমার অস্ত্রোপচারের কথা শুনে, আপনারা অনেকেই ভয় পেয়েছেন। কিন্তু আমি ঠিক আছি। কোনও সমস্যা হলে নিশ্চয়ই জানাতাম।” জন্মদিনে অগুন্তি শুভেচ্ছার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন বঙ্গতনয়া।

ব্যক্তি জীবনের পাশাপাশি কাজ নিয়েও কথা বলেছেন সুস্মিতা। জানিয়েছেন, ‘আরিয়া’র দ্বিতীয় সিজনের শ্যুট ইতিমধ্যেই শেষ। ২০২০ সালে এই ওয়েব সিরিজের হাত ধরেই পর্দায় ফিরেছিলেন সুস্মিতা। বেশ কয়েক বছর পরে নতুন করে চমক দিয়েছিলেন দর্শকদের।এ বারও ফের নতুন করে চমক!

আনন্দবাজার

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + fourteen =