জন্মদিনে নতুন সিনেমা ‘বৈদ্য’য় মোশাররফ করিম

নির্মাতা নিয়ামুল মুক্তার তৃতীয় সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘বৈদ্য’। আর ‘বৈদ্য’ চরিত্রে অভিনয় করবেন তিনি।নিয়ামুল মুক্তা বলেন, আমি সাধারণত সিনেমা নির্মাণ করে তারপর সবাইকে জানাই। কিন্ত আজকে মোশাররফ করিমের জন্মদিন উপলক্ষে আবেগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমাদের ‘বৈদ্য’ সিনেমায় প্রায় ছয় মাস আগে চুক্তি হয়েছে। আর কোনো কিছুই বলতে চাই না। শিগগিরই বিস্তারিত জানানো হবে।

বৈদ্য সিনেমাটির গল্পে ড্রামা ও থ্রিলারের মিশ্রণ রয়েছে বলে জানান নিয়ামুল। এর দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে। এখন পর্যন্ত সিনেমাটির প্রযোজক নিয়ামুল মুক্তা নিজেই। প্রযোজক হিসেবে অন্য কেউ যুক্ত হতে পারেন বলেও জানান তিনি।

নিয়ামুল মুক্তা প্রথম চলচ্চিত্র কাঠবিড়ালী। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা রক্তজবা আছে মুক্তির অপেক্ষায়। সোমবার সকালে তৃতীয় সিনেমার তথ্য জানালেন তিনি।

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার নাটক সিনেমা মানে দর্শকপ্রিয়তার শীর্ষে। সেই নামি অভিনেতার জন্মদিন আজ। এ উপলক্ষে তার ভক্তরা ছাড়াও অভিনয়শিল্পী, নির্মাতা ও সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন মোশাররফকে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 4 =