প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারীর জন্মদিন ৮ সেপ্টেম্বর র জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, দর্শক-শ্রোতা, বন্ধু, শুভাকাঙ্ক্ষিদের উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। শিল্পী ইয়াসমিন মুশতারীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সকল কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হলো।
দেশ-বিদেশের দর্শক-শ্রোতারা ভিজিট করলে পাবেন শিল্পীর জীবনী, সকল গান, অডিও, ভিডিও, শিল্পীর পুরস্কার, অর্জনের তথ্য, সকল অ্যালবামের তথ্য, সকল গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম, শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য, যে কোন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার মাধ্যম ইত্যাদি। ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লি.’।
এই গুণী শিল্পী বেড়ে উঠেছেন এ দেশের অন্যতম একটি সাংস্কৃতিক পরিবারে। যেখানে সাহিত্য, কবিতা, সংবাদ এবং সঙ্গীতের পরিবেশ ছিলো। তিনি শৈশব থেকে আজ অব্দি সঙ্গীতচর্চা, সঙ্গীত শিক্ষাদান ও পরিবেশনায় ব্যস্ত আছেন। ছোটবেলা হতে তিনি বাংলাদেশ টেলিভিশনসহ নানান প্রতিযোগিতায় নিজ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
ডিজিটাল আর্কাইভ নিয়ে ইয়াসমিন মুশতারী বলেন, “আমি মূলত গানের মানুষ। সেই ছোটবেলা থেকে গান নিয়েই আছি। সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন গানের রেকর্ডিং নিয়েই আমার ব্যস্ত সময় কাটে। এতো এতো ব্যস্ততার ভেতর দিয়ে আমার নিজের বিষয়ে ভাবার খুব একটি সময় পাই না। কিন্তু দীর্ঘদিন থেকে মনের ভেতর একটি সুপ্ত বাসনা ছিলো ভবিষ্যতের জন্যে হলেও নিজের কর্ম ও অর্জনগুলোকে কোথাও সংরক্ষণ করা জরুরি। যদিও আমার অধিকাংশ কর্ম ও অর্জনের হার্ডকপি সংরক্ষণ করার পরও অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম, আজকাল ইন্টারনেটে নামের বানান থেকে শুরু করে প্রচুর ভুল তথ্য থাকে। যা আমার মতো যে কোন পরিচিত মানুষের জন্য বিরাট বিড়ম্বনার কারণ হতে পারে। এমন তথ্যের কারণে কোনটা আসল আর কোনটা নকল তা বুঝা দুষ্কর। এমন অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে যে এক পর্যায়ে সকল কিছুই নকল মনে হয়। আর আজকাল ফ্রি এসকল সোশ্যাল প্ল্যাটফর্মকে সচেতন মানুষ খুব কম বিশ্বাস করে। ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে যখন সঠিকভাবে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করা থাকে এবং আমার অন্যান্য প্ল্যাটফর্মগুলো কানেক্টেড থাকবে তখন ভুল তথ্য প্রচারের সুযোগ নেই এবং অবিশ্বাসেরও কোন সুযোগ থাকে না। আবার অনেক সংবাদ, তথ্য, ছবি একসময় অনলাইনে থাকলেও পরে আর তা খুঁজেও পাওয়া যায় না।’’