জন্মদিনে সিনেমার ঘোষণা দিলেন মেহজাবীন

অভিনয় ক্যারিয়ারের ১৪ বছর পূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সিনেমার ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ নামের সিনেমাটি শুটিং শেষে আছে সম্পাদনার টেবিলে। প্রথমটি মুক্তির আগেই জানা গেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমার খবর। ‘প্রিয় মালতী’ নামের এ সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত।

মেহজাবীনের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রিয় মালতীর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। অর্থাৎ সাবায় প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে প্রিয় মালতী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও ফ্রেম পার সেকেন্ড। ইতিমধ্যে শেষ হয়েছে প্রিয় মালতীর শুটিং। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মেহজাবীন বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবেন। সব সময় এমন গল্প ও চরিত্রে অভিনয় করতে চাই, যে চরিত্রে দর্শক আমাকে আগে দেখেনি। মালতীও এমন চরিত্র। এ ছাড়া পুরো গল্পজুড়ে মালতী যেসব জটিলতার মুখোমুখি হয়েছে, সেটিও আমার কাছে নতুন অভিজ্ঞতা।’

প্রিয় মালতী সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘গত বছর এপ্রিল মাসে শঙ্খদা আমাকে গল্পটি শোনায়। সাধারণত এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ করতে বেশির ভাগ প্রযোজক পিছিয়ে যান। প্রযোজকদের ধন্যবাদ দিতে চাই, নারীকেন্দ্রিক এমন গল্পকে প্রমোট করার জন্য। সবকিছু চূড়ান্ত হওয়ার পর নিজেকে প্রস্তুতের জন্য সময় নিই। শুধু আমি একা নই, টিমের সবাই শুটিং শুরুর আগে দীর্ঘ সময় রিহার্সাল করেছে। গত সেপ্টেম্বর-অক্টোবরের দিকে শুটিং করেছি আমরা।’

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পই এ সিনেমার হিরো। সঠিকভাবে পর্দায় গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ দিতে চাই প্রযোজকদের। তাদের কারণেই আমি শুধু নির্মাণ ও গল্প নিয়ে ভাবতে পেরেছি।’

এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =