জমে উঠেছে ওভাল টেস্ট

টেন্ডুলকার -অ্যান্ডার্সন টেস্ট সিরিজ

সিরিজের ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ওভাল টেস্টে শেয়ানে শেয়ানে লড়াই করছে ভারত আর ইংল্যান্ড। সবুজ ঘাসে আচ্ছাদিত পেসি উইকেটে ভারত প্রথম ব্যাটিং করে সংগ্রহ করেছিল ২২৪।  জবাবে ইংল্যান্ড ২৪৭ রান করে মাত্র ২৩ রান এগিয়ে থাকে। দ্বিতীয় দিন শেষে ভারত দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল আর সাই সুদর্শনের উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৫ রান. ম্যাচটির ভাগ্য এখন দোলক দোলায় দুলছে। ভারত যদি ৩০০ রানের টার্গেট ছুড়ে দিতে পারে তাহলে ম্যাচটি এবং সিরিজের পরিসমাপ্তি অত্যন্ত জমজমাট হবে.

ভারত -ইংল্যান্ড ৫ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হচ্ছে লন্ডন মহানগরীর ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ড এগিয়ে আছে ২-১ ম্যাচে। ওভালে ভারত জয় পেলে সিরিজ শেষ হবে ২-২।  ভারতের জয় ছাড়া অন্য কোনোভাবে টেস্ট শেষ হলে সিরিজ জিতে নিবে ইংল্যান্ড।

উইকেটে যথেষ্ট মুভমেন্ট আছে। পেসাররা সঠিক লেংথে বল করে সহায়তা পাচ্ছে। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ২০৪/৬।  ইংলিশ বোলাররা ভারতের ইনিংস ২২৪ রানে সীমিত করার পর ইংলিশ শিবির আশা করেছিল প্রথম ইনিংসে বড় স্কোর করে ম্যাচের নিরংকুশ নিয়ন্ত্রণ নিতে পারবে। কিন্তু মোহাম্মদ সিরাজ ( ৪/৮৬) এবং প্রাসীদ  কৃষ্ণা ( ৪/৬২)  পেস বান্ধব উইকেট কাজে লাগিয়ে ইংল্যান্ডকে ২৪৭ রানে বেঁধে রাখে। ইংল্যান্ড ইনিংসে জ্যাক ক্রলি (৬৪) , হ্যারি ব্ৰুক (৫৩) এবং বেন ডাকেট ( ৪৩) করলেও কেউ বড় স্কোর করে ইংল্যান্ডকে স্বস্তির স্থানে নিয়ে যেতে পারে নি. বিশেষ করে চৌকষ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের অনুপস্থিতি বিশেষ ভাবে অনুভূত হয়েছে।

প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু  করে সিরিজে ধারাবাহিক ব্যাটিং করা কে এল রাহুলের উইকেট হারালেও দারুন খেলছে প্রতিভাবান যশোভি জয়সোয়াল।  দিনশেষে যদিও সাই সুন্দরাম ১১ রান করে ফিরে গাছে ২ উইকেট হারানো ভারত ৭৫ রান করে ৫২ রানে এগিয়ে আছে. ভারতকে এই ম্যাচে ড্রাইভিং সিটে যেতে হলে প্রয়োজন অনুন্য ৩০০ রানের লিড. ইংল্যান্ড অন্যতম স্ট্রাইক বোলার ক্রিস ওকসের সার্ভিস পাচ্ছে না. তবুও উইকেটে পেস বোলারদের সহায়তা থাকায় সাচ্ছন্দে ব্যাটিং করায় চ্যালেঞ্জ আছে. মোট কথা টেস্টিতে ব্যাট বলের লড়াই জমে উঠেছে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে অনেকটা স্পষ্ট হয়ে যাবে ম্যাচ ভাগ্য। ভারত কিন্তু ম্যানচেস্টারে দারুন ব্যাটিং করে খাদের কিনার থেকে ফিরেছিল। বিশ্ব জুড়ে ক্রিকেট ভক্তরা আরো একটি জম্পেশ লড়াই দেখার অপেক্ষায় আছে.

এই সিরিজে ভারত অধিনায়ক শুভমান গিল ব্যাট হাতে অনেক মাইল স্টোন অর্জন করেছে। ইংল্যান্ডের জো রুটের কৃতিত্ব কম নয়. উভয়ের সামনে সুযোগ আছে সিরিজের শেষ ইনিংসে  নিজেদের আরো উচ্চতায় নিয়ে যাওয়ার।

ভারত প্রথম ইনিংস ২২৪ অল আউট ( করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮, ওয়াশিংটন সুন্দর ২৬, গাস আটকিন্সন ৫/৩৩, জস টঙ্গা ৩/৫৭)

ভারত দ্বিতীয় ইনিংস ৭৫/২ ( যশোভি জয়সোয়াল ৫১* , গাস আটকিন্সন ১/ ২৬, জস টঙ্গা ১/২৫)

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৭ অল আউট ( জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্ৰুক ৫৩, বেন ডাকেট ৪৩, জো ৰূট ২৯, প্রসিদ কৃষ্ণা ৪/৬২ ,মোহাম্মদ সিরাজ ৪/৮৬)

ভারত ৮ উইকেট হাতে রেখে ৫২ রানে এগিয়ে আছে.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + twenty =