ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় জয়ার ‘ভূতপরী’

গত বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (ইফি) রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের জয়া আহসান। তিন ইন্ডাস্ট্রির পাঁচটি সিনেমা নিয়ে উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। এবারও ইফিতে জায়গা পেয়েছে জয়ার সিনেমা। উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রদর্শিত হবে জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি।

এবার ইন্ডিয়ান প্যানারোমা বিভাগে জায়গা করে নিয়েছে ২০টি সিনেমা। ভূতপরীর সঙ্গে আছে আরও দুটি বাংলা সিনেমা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘আমার বস’ ও সৌরভ পালোধীর ‘অঙ্ক কি কঠিন’ প্রতিযোগিতা করছে এই বিভাগে। আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হবে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। উৎসবের পর্দা নামবে ২৮ নভেম্বর।

ভূতের ভয় আর রহস্য নিয়ে ভূতপরী বানিয়েছেন সৌকর্য ঘোষাল। এক নারী ১৯৪৭ সালে মারা যায়। বর্তমান সময়ে এসে তার অতৃপ্ত আত্মার সঙ্গে দেখা হয় এক বাচ্চা ছেলের; যার হাত ধরে সে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা আবিষ্কার করে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন! এই ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, বিশান্তক মুখার্জি প্রমুখ। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গে।

এদিকে দুই বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের একাধিক সিনেমা। তালিকায় আছে ‘জয়া আর শারমিন’, পশ্চিমবঙ্গের ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ওসিডি’ সিনেমাগুলো। কয়েক মাস আগেই জয়া প্রথমবার নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। আশফাক নিপুনের ‘জিম্মি’ সিরিজে দেখা যাবে তাঁকে। গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি। শিগগির শুটিং শুরু হওয়ার কথা সিরিজটির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + thirteen =