জয়ের লক্ষে আজ বিকেলে মাঠে নামবে মেয়েরা

আজ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শেষ দিন মঙ্গলবার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গড়াবে দুই ম্যাচ। বিকাল ৩টা ১৫ মিনিটে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লড়বে রাশিয়া ও ভারত।

 

টুর্নামেন্টে শিরোপার নিস্পত্তি হবে আজ। চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে আছে রাশিয়া। হ্যাটট্রিক জয়ে পূর্ণ ৯ পয়েন্টে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে ইউরোপের মেয়েরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে বাংলাদেশ ও ভারত।

 

বয়সভিত্তিক সাফে শিরোপা জিততে ভাগ্যের ছোঁয়া লাগবে বাংলাদেশের। কেননা,  নেপাল ম্যাচ জিতলেও গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পয়েন্ট হবে ৯, যা ইতোমধ্যে অর্জন করেছে রুশকন্যারা। এক কথায় জয়ের পাশাপাশি রাশিয়া-ভারত ম্যাচের ফলের উপর নির্ভর করছে মেয়েদের শিরোপা জয়ের ভাগ্য।

 

তবে এত সমীকরণ ভুলে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ— এমনটা উল্লেখ করে কনন রানি বলেছেন, ‘আমরা জয় পাওয়ার জন্য মাঠে নামব। আমাদের প্রতিপক্ষকে আমরা কখনো দুর্বল ভাবি না। ওরাও বেশ শক্তিশালী দল, আর আমরাও। ফলে মাঠেই বোঝা যাবে কে এগিয়ে থাকবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − one =