জাইকার আলোকচিত্র প্রতিযোগিতা: উন্নয়নের গল্প বলুন আপনার ছবিতে

বাংলাদেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের দৃষ্টিতে তুলে ধরতে জাতীয় পর্যায়ের একটি আলোকচিত্র প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীদের নিজ নিজ ক্যামেরার চোখে বাংলাদেশের উন্নয়ন ধারণ করার আহ্বান জানানো হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশজুড়ে প্রতিদিন মানুষ যে অগ্রগতি ও উন্নয়নের গল্প প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সে সব গল্পের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা।

প্রতিযোগিতাটি চলবে আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অংশগ্রহণকারীদের স্মার্টফোন বা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে, যা বাংলাদেশের উন্নয়নের ধারনাকে প্রতিফলিত করবে। ছবিটি অংশগ্রহণকারীর নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে (পাবলিক সেটিংসহ) শেয়ার করতে হবে এবং এর সঙ্গে ‘মাই বাংলাদেশ মাই ডেভলপমেন্ট’ ও ‘জাইকা বাংলাদেশ’ হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। এছাড়া, নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে ছবিটি জমা দেওয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে, যেখানে ছবিটি কীভাবে উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং ধারণকৃত মুহূর্তের গল্প কীভাবে তুলে ধরছে, তা ব্যাখ্যা করতে হবে। ডাউনলোড করা, অন্যের থেকে নেওয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনো কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।

জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূলত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে, যেমন: বিষয়বস্তুর সাথে মিল, কাজের কারিগরি মান, এডিটিং, মৌলিকতা, গল্প বলার ধরন, সৃজনশীলতা এবং সার্বিক গঠন। এছাড়া, ফেসবুক পোস্টটি কত মানুষের কাছে পৌঁছেছে (রিচ), সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আলোকচিত্রগুলো জাইকা বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীতে প্রদর্শিত হবে। এর মধ্য থেকে সেরা চারটি ছবির জন্য নগদ পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত কিছু ছবি আলোকচিত্রীর যথাযথ স্বীকৃতি দিয়ে জাইকার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্বের বিভিন্ন প্রচারণা মাধ্যমে প্রকাশ করা হতে পারে।

জাইকা বাংলাদেশ আলোকচিত্র গ্রহণের সময় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং নৈতিক ও আইনগত সীমার মধ্যে থেকে ছবি তোলার আহ্বান জানিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জাইকা বাংলাদেশের উন্নয়নের গল্পগুলো বাংলাদেশি জনগণের দৃষ্টিতে নথিভুক্ত করার পাশাপাশি বিশ্বদরবারে তুলে ধরতে চায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 6 =