জানুয়ারির প্রথম ১১ দিনে রেমিটেন্স এসেছে ৭৩ কোটি ৬৬ লাখ ডলার

চলতি বছরে জানুয়ারির প্রথম ১১ দিনে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার (৭৩৬.৬১ মিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার। খবর বাসস।

এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২৬ দশমিক ৭৮ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − seventeen =