জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টাইগাররা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। কোচিং স্টাফসহ পুরো দল রাতটা কাটাবে ঢাকাতেই এবং আগামীকাল বুধবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।

বাংলাদেশ দল ইতোমধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১৩ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। প্রথম দিন উপস্থিত ছিলেন ৮ জন ক্রিকেটার, এরপর একদিন পর পুরো স্কোয়াড অনুশীলনে যোগ দেয়। প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের বাকি সদস্যরাও।

প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের নেতৃত্বে আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন। দলটিতে আছেন ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এনগারাভা ও মাধেভেরের মতো নিয়মিত মুখরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + 15 =