জ্যোতির নতুন সিনেমা ‘আগুনের পাখি’

চলতি বছর ‘আগুনের পাখি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান জ্যোতি। সিনেমাটি নির্মাণ করবেন আউয়াল চৌধুরী। জ্যোতি বলেন, পরিচালকের লেখা উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। বছরের মাঝামাঝি এর দৃশ্যধারণ করা হবে। ঢাকা, ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। এর আগেই শুটিং করব অন্য একটি নতুন সিনেমার। এখনই নাম বলতে চাইছি না।

‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’ সর্বশেষ ‘লাল মোরগের ঝুটি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন  জ্যোতিকা জ্যোতি। এবার তিনি দর্শকের সামনে ‘আগুনের পাখি’ হয়ে ধরা দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 8 =