জয়ার নতুন ছবি দেখে মন্তব্য ‘আগুন রে আগুন’

সম্প্রতি জয়া নতুন কিছু ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। জয়া আহসানের এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন, “উফফফ! কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও …আগুন রে আগুন”।

জয়া আহসান বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন পাঁচবার। ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন, অর্জন করেছেন জি সিনে অ্যাওয়ার্ডও। অচিরেই জয়া আহসানের বলিউড যাত্রা শুরু হচ্ছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে জয়া বিপরীতে পঙ্কজ ত্রিপাঠি থাকছেন বলে জানা গেছে।

বাংলাদেশের জয়া আহসান বলিউডে নিজেকে কেমন করে মেলে ধরবেন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে। যতদূর জানা গেছে, ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাবে তার প্রথম হিন্দি সিনেমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =