ঝরে গেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন

সালেক সুফী: আয়ারল্যান্ড ১৫০/১ ১৭.৩ ওভারে (পুল স্টার্লিং ৬৬*, লড়কান টাকার ৪৫*, এন্ডি বালবার্নি ৩৭), ওয়েস্ট ইন্ডিজ ১৪৫/৬ ( ব্রেন্ডন কিং ৬২* জনসন ক্লার্ক ২৪, গ্যারেথ ডেলানি ৩/১৬), আয়ারল্যান্ডের ৯ উইকেটে ম্যাচ জয়।

টি২০ বিশ্বকাপ ২০২২ প্রথম রাউন্ডেই ছিটকে গেলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন  ইন্ডিজ। প্রথম ম্যাচে স্কটল্যান্ড আর শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বিপর্যস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের এই করুন পরিণতি। অথচ এই দলটিকেই ইউনিভার্সাল বস ক্রিস গেইল বলেছিলেন এবারের বিশ্বকাপের বাজির ঘোড়া।  আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড থেকে কৃতিত্ব একটুকুও না কমিয়ে বলতে চাই এবারের স্বল্প অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলটি আদৌ টুর্নামেন্টে টিকে থাকার মতো ছিল না। বিশ্বজোড়া টি২০ ফ্রাঞ্চাইজ ক্রিকেটের ফেরিওয়ালাদের উপেক্ষা করে নবীনদের নিয়ে দল গড়ার যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ।

আজকের ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড দুই দলের দলের জন্য করো না হয় মারো।  করেছে তুখোড় আয়ারল্যান্ড মরেছে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজের ১৪৬/৫ মামুলি সংগ্রহ সহজেই তাড়া করে (১৫০/১ ) ৯ উইকেটে দৌলতে জয় পেয়ে মূল রাউন্ডে যোগ্যতর দল হিসেবেই উঠেছে আয়ারল্যান্ড।

টস জয়ী ওয়েস্টইন্ডিজ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে কখনোই ব্যাটিং মোমেন্টাম পায়নি। এক ধরনের স্থিতিজড়তা ওদের আচ্ছন্ন করে রাখে শুরু থেকে শেষ অবধি।  স্পিন বোলারদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের দুর্বলতা সহজাত। এই ম্যাচে একমাত্র ব্রেন্ডন কিং ছাড়া কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। স্নায়ুক্ষয়ী এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪৬/৫ নিদেন পক্ষে ২০ রান কম ছিল। আয়ারল্যান্ড দলের কৌশলের কাছে নাদানের মতো ধরা খায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা।

সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কৌশল মতো ব্যাট করে আয়ারল্যান্ড। তুখোড় পল স্টার্লিং (৬৬*) আর অধিনায়ক বালবার্নি (৩৫) প্রথম উইকেট জুটিতে ৭.৩ ওভারে ৭৩ রান তুলে নিয়ে অর্ধেক কাজ সেরে ফেলে। ওদের ম্যাচ পরিকল্পনার ফাঁদে পড়ে ৯ উইকেটের  ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড অর্জন করে সুপার টুয়েলভে খেলার টিকেট।

হয়তো চ্যাম্পিয়ন হয়েই খেলবে পাকিস্তান, ভারত, বাংলাদেশের গ্রূপে।  এখন জিম্বাবুয়ে স্কটল্যান্ড ম্যাচের  অপেক্ষা।আমি খেলার ধরন দেখে ওয়েস্ট ইন্ডিজের ঝরে যাওয়ায আদৌ বিস্মিত হইনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 3 =