ঝিনাইদহে ৫ দিনব্যাপী নাট্য ও নৃত্য কর্মশালা শুরু

দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন করতে ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিনব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য ও নৃত্য কর্মশালা। শুক্রবার সকালে শহরের প্রান্তিক শিশুপল্লী পার্কে অংকুর নাট্য একাডেমির আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অংকুর নাট্য একাডেমির আজীবন সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান এড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ সুষেন্দ কুমার ভৌমিক, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তারেক হাসান পল্লব, বাংলাদেশ ও ভারতের নাট্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, ৫ দিনব্যাপী এই নাট্য ও নৃত্য কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নিচ্ছে। কর্মশালায় ভারতের পশ্চিমবঙ্গের নাট্যকার শ্রীমতী কৃতি মজুমদার, নাট্য নির্দেশক অভিষেক দত্ত, অভিনেতা শুভ্রজিৎ মল্লিক ও সৌরভ চট্টোপাধ্যায শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদাণ করবেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − six =