ঝড়-বৃষ্টি-তাপদাহ মোকাবেলা করলো ‘নয়া মানুষ’

২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিলো তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এর শুটিং। শুরুতেই সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে পড়ে পুরো টিম। শুটিং সেট ক্ষতিগ্রস্ত হলে বন্ধ থাকে কাজ। গত ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। বর্তমানে চলমান তীব্র তাপদাহও বাধা হতে পারেনি। খবর চ্যানেল আই অনলাইনের

নির্মাতা জানিয়েছেন, গত ১২ এপ্রিল শেষ করেছেন ‘নয়া মানুষ’ ছবির পুরো শুটিং। বয়াতির ভাষ্য,‘প্রান্তিক মানুষদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়, আমাদেরও এই ছবিটি বানাতে গিয়ে তাই করতে হলো।’

তিনি বলেন, প্রথমবার সিত্রাং ঝড়-বৃষ্টি, এবার তীব্র তাপদাহ মোকাবেলা করে কাজ করতে হয়েছে চাঁদপুরের দুর্গম কানুদির চরে। আনন্দের ব্যাপার হচ্ছে কোনও বাধাই আমাদের মনোবল নষ্ট করতে পারেনি। সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমি ভাগ্যবান প্রথম চলচ্চিত্রে সবার এতটা সহযোগিতা পেয়েছি। এ বছর মুক্তি দেয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মানাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী।

দ্বিতীয় লটের শুটিং অভিজ্ঞতা নিয়ে ‘নয়া মানুষ’ চরিত্রে অভিনয় করা রওনক হাসান বলেন, তীব্র তাপদহে সবাই অসহায় হয়ে যাই, কিছু অভিনয় শিল্পী ও কলাকুশলী অসুস্থ হয়ে পরে। কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিলো যেকোন মূল্যে শুটিং শেষ করা। কারণ এবার শুটিং শেষ করতে না পারলে আবার নতুন করে সেট নির্মাণ, সবার লুক সেট ও সময় মিলানো কঠিন ছিলো। বিশেষ করে এমন স্বাধীন চলচ্চিত্রের বাজেট স্বল্পতার কারণে সেটা আরও বেশি কঠিন।

মৌসুমী হামিদ বলেন, সেহরীর সময় আমাদের কাজ শেষ হতো, আমরা শহরের একটা হোটেল এ অবস্থান করতাম, চর থেকে হোটেলে যেতে ২ ঘণ্টা সময় লাগতো। হোটেলে ২-৩ ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার চরে ফিরতে হতো। প্রতিদিন ১৮-১৯ ঘণ্টা এই তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।

সিনেমাটি মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্মস এর প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, প্রথম লটের ফুটেজ এর সম্পাদনার কাজ আমরা পূর্বেই শেষ করে রেখেছি। আশাকরছি বাকী সম্পাদনা ও অনান্য কাজ আমরা দ্রুত শেষ করে এই বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 16 =