টলিউডের নতুন চলচ্চিত্রে মোশাররফ করিম

আবার টলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মনীশ বসুর পরিচালনায় চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে আসছে ফেব্রুয়ারিতে। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

চলচ্চিত্রটির নাম ‘গু কাকু- দ্য পটি আঙ্কল’। মোশাররফ করিম ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা।

নির্মাতা জানান,‘গু কাকু’র পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। পরিচালকের কথায়, “একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।”

প্রযোজক জয় বি গঙ্গোপাধ্যায় মনে করেন, মণীশের এই সোশ্যাল স্যাটায়ার এই মহামারির সময়ও প্রাসঙ্গিক। তবে ‘গু কাকু’-র ভূমিকায় কে অভিনয় করছেন, মোশররফ না অন্য কেউ সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ প্রযোজনা সংস্থাটি।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 4 =