টানা তৃতীয়বার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রাজধানীর শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে  স্বাগতিকরা  ৩টি লোনাসহ  ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে শিরোপা জয় করে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে এগিয়েছিল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করল বাংলাদেশ।

বিজয়ী দলের অধিনায়ক তুহিন তরফদার টুর্নামেন্টের সেরা ক্যাচার ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। একই দলের মিজানুর রহমান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা রেইডারের পুরস্কার লাভ করেন।

এর আগে ২০২১ এবং ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই দুই আসরে কেনিয়াকে যথাক্রমে ৩৪-২৮ এবং ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

শুরুতে দু’দলই সর্তকতার সঙ্গে একে অপরকে পরখ করে নেয়ার চেষ্টা করে। বোনাস পেয়ে পয়েন্টের খাতা খোলে বাংলাদেশ। এরপর সংগ্রহ করে আরেকটি পয়েন্ট। তবে টানা প্রতিআক্রমন চালিয়ে ২ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে দ্রুতই সমতায় ফিরে চাইনিজ তাইপে।

মিজানুর রহমান রেইড দিয়ে সফল হলে আবারও লিড নেয় স্বাগতিকরা (৩-২)। যদিও পাল্লা দিয়ে আবারো সমতায় ফিরে তাইপে। পরক্ষনে এগিয়েও যায় (৫-৪)। একপর্যায়ে ১০-৯ পয়েন্টে পিছিয়ে পড়ার পর ১০-১০ এ সমতায় ফিরে স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটে তাইপেকে প্রথমবারের মতো অলআউট করে বাংলাদেশ। এতে ১৪-১০ পয়েন্টে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ২০-১৪ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তুহিনের রেইডে লোনা ও বোনাস মিলিয়ে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশ স্কোরলাইন ২৪-১৪ পয়েন্টে পৌঁছে। তুহিনের রেইডে তৃতীয় লোনাও পেয়ে যায় বাংলাদেশ (৩৭-২১)। এতেই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। বাকি সময়ে  দুটো লোনার পয়েন্ট নিয়েও তাইপের সমতায় ফেরা সম্ভব ছিলনা।   শেষ পর্যন্ত ৪২-২৮ পয়েন্টে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

ফাইনাল শেষে বিজয়ী বাংলাদেশ দলের হাতে শিরোপা তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চাইনিজ তাইপের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিবম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − nine =