টিকা জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাচ্ছে ৯০%

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা ৯০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে উঠে এসেছে বড় পরিসরে করা এক গবেষণায়।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সার রিসার্চ ইউকে এ গবেষণার ফলাফলকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে, কারণ এ টিকা জীবন বাঁচাতে কাজে দিচ্ছে।

জরায়ুমুখের প্রায় সব ধরনের ক্যান্সারের প্রাথমিক কারণ ভাইরাস। এখন টিকার মাধ্যমে এ রোগ অনেকটাই নির্মূল করার আশা জাগছে।

গবেষকরা বলছেন, টিকা নেওয়া থাকলে নারীদের ক্যান্সার শনাক্তের স্মেয়ার পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাও কমে আসতে পারে।

বিবিসি খবর বলছে, বিশ্বে ক্যান্সারে মৃত্যুর ঘটনায় নারীর জন্য চতুর্থ ঝুঁকি হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার। প্রতি বছর তিন লাখ নারী এতে মারা যায়।

আর জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যুর প্রতি দশটি ঘটনার নয়টিই ঘটছে স্বল্প ও মধ্যম আয়ের দেশে, যেখানে এ রোগ শনাক্তে জরুরি পরীক্ষা করার সুবিধা থাকে না।

যুক্তরাজ্যের মত ধনী দেশগুলোর চেয়ে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচপিভি টিকা অনেক বেশি সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

জরায়মুখ ক্যান্সার নিমূর্লে সফলতার কাছাকাছি যেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অধীনে এরই মধ্যে একশ দেশে এ টিকা কার্যক্রম চালু হয়েছে।

যুক্তরাজ্যে ১১ থেকে ১৩ বছরের কিশোরীদের এই টিকা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৯ সাল থেকে সেখানে ছেলেদেরও এই টিকা দেওয়া হচ্ছে, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি মুখগহ্বর, গলা ও মলদ্বারের ক্যান্সারের জন্যও দায়ী।

এইচপিভি টিকা শরীরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে,  তবে আক্রান্ত রোগীর ক্ষেত্রে এই টিকা কাজ করে না।

এই ভাইরাস সংক্রামক; তাই যৌন জীবন শুরুর আগেই এই টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে যুক্তরাজ্যে মেয়েদের টিকা দেওয়ার পর কী ঘটছে তার ওপর নজর রাখছিলেন গবেষকরা।

ওই শিক্ষার্থীদের বয়স এখন বিশের মত। দেখা গেছে তাদের ক্যান্সার পূর্ববর্তী ঝুঁকি কমেছে; সেই সঙ্গে জরায়ুমুখ ক্যান্সারের ঘটনাও ৮৭ শতাংশ কমেছে।

কিংস কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিনি বলেন,“টিকার বড় একটি প্রভাব দেখা গেছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =