টি২০ বিশ্বকাপ ২০২২: দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ ক্রিকেটের কংকাল দেখা গেলো

সালেক সুফী: সিডনি ক্রিকেট মাঠে কাল ছিল গ্রুপ পর্যায়ে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে। তুখোড় সাউথ আফ্রিকা ঝড় তুলে টুর্নামেন্টের এই পর্যন্ত সবচেয়ে বড় স্কোর ২০৫/৫ করেছে। হতে পারতো ২২৫ –  ২৩০।  বাংলাদেশ স্কোর তাড়া করে করুণভাবে হেরে গেলো ১৬.৩ ওভারে ১০১ রানে সবাই আউট হয়ে। টুর্নামেন্টের সবচেয়ে সীমিত প্রস্তুত দলের ক্রিকেট কংকাল দ্বিতীয় ম্যাচেই বেরিয়ে গেলো। অনেক আশা নিয়ে বিপুল সংখ্যায়  বাংলাদেশি ( প্রবাসী সহ ) সমবেত হয়েছিল ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।  মনে জয়ী থাকুক ভাবনায় ছিল বাংলাদেশ লড়াই করবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে। লড়াই দূরের কথা নিজেদের টি২০ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যাবধানে বিধস্ত হলো বাংলাদেশ।

তাসমানিয়ার হোবার্টে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি ধুয়ে নেওয়ায় নিশ্চিত জয় বঞ্চিত হয়েছিল সাউথ আফ্রিকা। জয়ের জন্য আর বড় জয়ের জন্য মুখিয়ে ছিল ওরা।  কিছু বাংলাদেশি ক্রিকেট এনালিস্ট ভেবেছিলো বাংলাদেশ অঘটন ঘটালেও পারে। বর্তমান দলের মান, শক্তি আর অভিজ্ঞতা এতো সীমিত যে অঘটন ঘটানোর সামর্থ ওদের নেই।

প্রথম ওভারে অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট তুলে নিয়ে ভালো সূচনা করেছিল তাসকিন। কিন্তু এরর পর রাইলো রুসো (৫৬ বলে ১০৯ ) আর কুইন্টন ডি কক ( ৩৮ বলে ৬৩ ) করে তাণ্ডব চালাল বাংলাদেশ বোলিংয়ের উপর। কক আউট হবার আগেই ওদের স্কোর দাঁড়িয়েছিল ১৪.৩ ওভারে ২/১৭০।  কক ইনিংসে সাতটি চার আর তিনটি ছক্কা হাকিয়েছিলো। রুশোর ইনিংসে ছিল সাতটি চার আর আটটি প্রচণ্ড ছক্কা।

বলতে পারেন চার ছক্কার বৃষ্টি দেখলো বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে আসা বিপুল ক্রিকেট অনুরাগী। অবশ্য শেষ পাঁচ ওভারে ভালো বল করে ফিরে এসেছিলো বাংলাদেশ এই সময় ওরা মাত্র ২৯ রান যোগ করলো ৩ উইকেট হারিয়ে। কেন যে সাকিব আক্রমণ থেকে শুরুতে নিজেকে গুটিয়ে রেখেছিলো কে বলবে। বাংলাদেশ বোলিং নিয়ে ইচ্ছামতো খেলেছে রুশো আর ডি কক।  রুশো পরপর দুই ম্যাচে শত রান করার বিরল গৌরবের অধিকারী হলো।

বিশেষজ্ঞরা জানেন দক্ষিণ আফ্রিকার দুরন্ত গতির পেস আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশ টপ অর্ডার লুটিয়ে পড়বে।  হলেও তাই দুই একটি আক্রমণাত্মক স্ট্রোকেস খেলে ফিরলো সৌম্য (১৫),  শান্ত নর্টজের বলে উড়ে গেলো। সাকিব (১), আফিফ (১), মোসাদ্দেক (০), সোহান (২) দাঁড়তেই পারলো না।

শুধু নর্টজের (৪/১০ ) নয়, তাবরেজ শামসীর (৩/২০) লেগ স্পিন খেতেও আনাড়ির পরিচয় দিলো বাংলাদেশ। ক্রিকেট স্কুলের শিক্ষানবিশরা লজ্জা না পেলেও লজ্জা পেলো খেলা দেখতে আসা বাংলাদেশি আবাল বৃদ্ধ বণিতা।  ১০৪ রানের বিপুল ব্যাবধানে এটি ছিল টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − seventeen =