টি২০ বিশ্বকাপ ২০২২: সিডনি আজ মিরপুর হয়ে যাবে

সালেক সুফী  অস্ট্রেলিয়া থেকে: সাত সকালে ঘুম ভেঙে দেখি আমেরিকা থেকে ডাক্তার মোহাম্মদ আলী মানিক লিখেছে সিডনি আজ মিরপুর হয়ে যাবে। দেশে প্রবাসে ১৭ কোটি বাঙালি জানে আজ টি২০ বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বেঙ্গল টাইগার্স খেলবে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রিকেট পূজারী মানুষগুলো কোথায়ই নেই আসে পাশের দেশ এমনকি বাংলাদেশ থেকেও বাংলাদেশিরা আজ থাকবে খেলার মাঠে। নানা বর্ণে, নানা রূপে আবির্ভুত হয়ে বাংলাদেশ বাংলাদেশ হুঙ্কারে মাতিয়ে তুলবে খেলার মাঠ।  ঠিক যেমন হয়ে থাকে সাকিব বাহিনী যখন খেলে বাঘের খাঁচায় মীরপুর জাতীয় স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা বিশ্ব নন্দিত। স্বচ্ছল কম স্বচ্ছল সবাই চায় বাংলাদেশ থেকে আগত অতিথিদের আপ্যায়ন করতে।  আর বাংলাদেশের বিজ্ঞাপন ক্রিকেট দলকে কাছে পেলে কথাই নেই। এই প্রথম বার বাংলাদেশ টি২০ টুর্নামেন্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়ায়।  ঐতিহাসিক সিডনি মাঠে আগেই কখনো খেলেনি। পরিস্থিতি বিচারে বাংলাদেশ আজকের খেলায় ফেভারিট না হলেও ভয় ডর হীন ক্রিকেট খেললে জয় পাবে না বলা যায় না। টি২০ জুয়া খেলা। জুয়া খেলায় বলে কয়ে জয় আসে না।

এবারের বিশ্বকাপ উথাল পাথালে টইটম্বুর। দুইবারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ মূল রাউন্ডে উঠতেই পারলো না। টুর্নামেন্ট ফেভরিট স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই হেরে গাছে। ওপর ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে খুদে দল আয়ারল্যান্ড। জানিনা বৃষ্টি আজ খেলায বিঘ্ন ঘটাবে কিনা। দিন শেষে চোকার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ জয় পেলে বিস্মিত হবো না। তবে কাজটি সহজ হবে না মোটেও।

দক্ষিণ আফ্রিকার আছে অস্ট্রেলিয়ান উইকেট উপযোগী তুখোড় পেস বোলিং ব্যাটারী।  আজকের ম্যাচের সাফল্য অনেকটাই নির্ভর করবে রাবাদা, এনজিডি, পারনেল, নর্টজেদের কিভাবে সামাল দেয়।  ভয় হলো শান্ত, সৌম্যদের নিয়ে।  পেসি, বাউন্সি  উইকেটে ওদের টেকনিক প্রশ্নবিদ্ধ। আর বাংলাদেশ ক্রমাগত এক্সপেরিমেন্ট করেই চলেছে।

আজ লিটন, সাকিবকে মূল দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। একটি সলিড প্লাটফর্ম দেয়া গেলে আফিফ, মোসাদ্দেক, সোহান মারকুটে ব্যাটিং করে যদি ১৬০ করতে পারে তাসকিন, হাসান মাহমুদ, মুস্তাফিজরা ভরসা পাবে লড়াই করার।  স্পিনের বিরুদ্ধে প্রোটিয়াদের দুর্বলতা আছে।  আমি আজ বিশেষ ভাবে অনুরোধ করবো ডিকক, মিলারদের বিরুদ্ধে এসসিজির বড় মাঠে মিরাজকে খেলানোর। বাংলাদেশকে ৫ ফ্রন্ট লাইন বলার খেলাতেই হবে. বির্স্তী সম্ভাবনার কথা মাথায় রেখে টস জয় করে ব্যাটিং করে উত্তম হবে।

অস্ট্রেলিয়ান হলেও আমি এখনো মনে প্রাণে বাঙালি।  জয়ের আশায় তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে থাকবো। বিজয় আসলে উচ্ছসিত হবো। শুভ কামনা বাংলাদেশ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − 3 =