টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আট দল নিয়ে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার। এরমধ্যে সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। আর গতকালের ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরও চারজন ক্রিকেটার। তারা হলেন- নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ।

ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। গতরাতে টি-টেন লিগের আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। আইকন ও অধিনায়ক হিসেবে সাকিবকে আগেই দলে নিয়েছিলো বাংলা টাইগার্স। ড্রাফট থেকে বাংলা টাইগার্স দলে নিয়েছে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার সোহান ও মৃত্যুঞ্জয়কে।

কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। আর বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স দলে নিয়েছে তাসকিনকে। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =