টি-টোয়েন্টিতে শাহীন আর বাবর ফিরলেন ওয়ানডে দলে

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি ও বাবর আজম। তবে দুজনকে একসঙ্গে নয়, আলাদা আলাদা ফরম্যাটে দেখা যাবে এবার। টি-টোয়েন্টি দলে রয়েছেন শাহীন, আর বাবর ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর একাধিক পরিবর্তন এনেছিল পিসিবি। সেই সময় বাদ পড়েছিলেন শাহীন, বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এবার সেই তিন তারকার মধ্যে ফিরলেন শুধু শাহীন ও বাবর। রিজওয়ান ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আগেই নিশ্চিত থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি।

টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লডারহিলে ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট। ওয়ানডে সিরিজ ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে হবে ৮, ১০ ও ১২ আগস্ট।

সদ্য বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হারের পরও নেতৃত্বে কোনো পরিবর্তন আনেনি পিসিবি। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আঘা। অন্যদিকে ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মোহাম্মদ রিজওয়ান। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সালমান।

বাংলাদেশ সিরিজে না থাকা হারিস রউফ ও হাসান আলি এবার ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে পারফর্ম করেও জায়গা ধরে রাখতে পারেননি সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ডানহাতি ব্যাটার হাসান নাওয়াজ, যিনি এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নাওয়াজ, শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের মতো অভিজ্ঞ এবং উদীয়মান ক্রিকেটাররা। ওয়ানডে স্কোয়াডেও দেখা যাবে পরিচিত মুখ আব্দুল্লাহ শফিক ও নাসিম শাহকে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল

সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

পাকিস্তান ওয়ানডে দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক) সালমান আলি আঘা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 9 =