টি-টোয়েন্টির বর্ষসেরা সূর্যকুমার ও উদীয়মান রবীন্দ্র

দুবাই, ২৪ জানুয়ারি ২০২৪ (বাসস/ওয়েবসাইট): ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রর নাম ঘোষণা করেছে আইসিসি।

২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ইনিংসে ৪৮ দশমিক ৮৬ গড়ে ৭৩৩ রান করেছেন সূর্যকুমার। তার স্ট্রাইক রেট ছিলো ১৫৫ দশমিক ৯৫। দারুন পারফরমেন্সে টানা দ্বিতীয়বারের মত আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হলেন সূর্য।

টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড় হবার পথে সূর্য পিছনে ফেলেছেন  জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।

নারী টি-টোয়েন্টিতে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস।  অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলংকার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলেন তিনি। ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭শ রান করার পাশাপাশি ১৯ উইকেট নিয়েছিলেন ম্যাথুস।

ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে টপকে ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবীন্দ্র। বছর জুড়ে ২৫ ওয়ানডেতে ৮২০ রান ও ১৮ উইকেট এবং ১২ টি-টোয়েন্টিতে ৯১ রান ও ৫ উইকেট নেন তিনি।

নারী বিভাগে  বর্ষসেরা উদীয়মান হবার লড়াইয়ে  ছিলেন বাংলাদেশের মারুফা আকতার, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার। এদের মধ্যে সেরা পুরস্কার জিতেছেন লিচফিল্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + nineteen =