টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ: যুব ও ক্রীড়া উপদেষ্টা

ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। খবর বাসস

আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এখনো আশা ছাড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিরাপত্তা ইস্যুটি সুবিবেচনায় নিয়ে বাংলাদেশকে শ্রীলংকায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দিবে। সেই আশাবাদ নিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে বলেও উপদেষ্টা জানিয়েছেন।

খেলোয়াড়দের সাথে আলাপ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ছিল কেন বাংলাদেশ সরকার ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা সেটা বুঝতে পেরেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + nineteen =