টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট এখন সাকিবের

৪ ওভারে ২২ রান খরচায় ৫ উইকেট নিলেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় উঠে গেলেন শীর্ষে। এই ম্যাচের আগে ১১৩ টি-টোয়েন্টিতে সাকিবে উইকেটে সংখ্যা ছিল ১৩১। এ ম্যাচের ৫ উকেটের মধ্য দিয়ে সেই সংখ্যা দাঁড়াল ১৩৬। নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১০৭ ম্যাচে ১৩৪) পেছনে ফেলে সাকিব এখন সবার ওপরে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এনিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন সাকিব। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পাওয়ার কীর্তি তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭৭ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশরা ৯ উইকেটে ১২৫ রানে থামে। টানা দুই জয়ের সুবাদে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ নিশ্চিত হলো বাংলাদেশের।

ব্যাটে-বলে আলো ছড়িয়ে এ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ৩৮ রান করেন সাকিব। এরপর বল হাতে গুঁটিয়ে দেন আইরিশ ব্যাটিং মেরুদণ্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + 16 =