টি ডব্লিউ সৈনিকের জন্মদিন আজ

বহু জনপ্রিয় নাটক-চলচ্চিত্রের চিত্রগ্রাহক টি ডব্লিউ সৈনিক। এর বাইরেও তাঁর আরেকটা পরিচয় আছে, দারুণ গান করেন তিনি। তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। অ্যালবামের ‘তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’ খুব জনপ্রিয় হয়েছিল।

সোহেল আরমানের লেখা ও ইবরার টিপুর সুরে এই এক গানেই তিনি পরিচিতি পেলেন গায়ক হিসেবে। এই গানের জন্য বহু পুরস্কারও পেয়েছেন তিনি।

২১ নভেম্বর তাঁর জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ রাত ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন নতুন গান।

গানের বিষয় বাংলাদেশের নদী। তাঁর লেখা গানটির শিরোনাম ‘পদ্মা আমার দুচোখ, মেঘনা আমার হাসি। বুকের ভেতর হাজার নদী, এ দেশকে ভালোবাসি।’ সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − sixteen =