টি ২০ বিশ্বকাপ  নাটক এখন শেষাঙ্কে 

সালেক সুফী
সেই কোয়ালিফিকেশন রাউন্ড থেকে শুরু হয়েছিল।  নানা নাটকীয়তার পর মূল পর্ব শুরু হলে সেখানেও কম নাটকীয়তা হয় নি। আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে , জিম্বাবোয়ে হারালো দক্ষিণ আফ্রিকাকে।  ভারত পাকিস্তান আর ভারত -বাংলাদেশ খেলায় উত্তেজনা ছিল তুঙ্গে। দুটি গ্রুপে খেলা সুপার ১২ থেকে কোন দুটি দল সেমী ফাইনাল খেলবে তার জন্য অপেক্ষা শেষ রাউন্ডের খেলা গুলোর । গ্রুপ ১ হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর নিউজিলান্ড ,অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড সমান অবস্থানে।  গ্রুপ ২ সুযোগ আছে ভারত ,দক্ষিণ আফ্রিকা , পাকিস্তান এমনকি বাংলাদেশের। এই বিশ্বকাপে বড় দল ছোট দল বলে কিছু নেই। যে দল যে দিন ভালো খেলে জয় ছিনিয়ে নেয় তাদের। কিছু কিছু বিতর্কিত সিদ্ধান্ত না হলে আর বৃষ্টি বিঘ্ন না ঘটালে পরিস্থিতি ভিন্ন হতেও পারতো।
৪ ম্যাচ খেলার পর গ্রুপ ১ থেকে সুযোগ আছে নিউজিলন্ড ,অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড তিনটি দলের। সবার পয়েন্টস ৫ করে। আজ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে আয়ারল্যান্ড , অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। স্বাভাবিক সময়ে হয়তো বলা যেত নিউজিলণ্ড আর অস্ট্রেলিয়া সহজ জয় পাবে। এবার কি কেউ সেটি নিশ্চিত করে বলতে পারবে ? যেই প্রতাপে খেলে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে সেটা থেকে বলা যায় নিউজিল্যান্ডকে সতর্কতার সাথেই খেলতে হবে। ইংল্যান্ডের সাথে ওদের খেলা দেখে কিন্তু অজেয় মনে হয় নি। নিউ জিল্যান্ড হেরে গেলে ইংল্যান্ডের পথ সুগম হবে। অবশ্য ওদের শেষ ম্যাচ জিততে হবে। অস্ট্রেলিয়া অবশ্য আফগানিস্তানের সঙ্গে জিতবে বলে ধরে নেয়া যায়। সুপার ১২ আফঘানিস্তান ভালো খেলে নি। অস্ট্রেলিয়াকে অবশ্য বড় জয় পেতে হবে রান রেট বিবেচনায় উৎরে যেতে।
টুর্নামেন্টের প্রাক্কালে অধিকাংশ বিশ্লেষণে ইংল্যান্ড , অস্ট্রেলিয়া , ভারত ,পাকিস্তানের কথা ভাবা হয়েছিল সম্ভব্য সেমী ফাইনালিস্ট হিসাবে। অনেক নাটকের পরে আজ পর্যন্ত সেই সম্ভাবনা বজায় আছে। তবে প্রাথমিক বিবেচনায় ডার্কহর্স হিসাবে বিবেচিত নিউ জিলণ্ড আর দক্ষিণ আফ্রিকাও আছে ঘোড়ার দৌড়ে। প্রথম ম্যাচে অস্ট্রেলীয়কে উড়িয়ে দিয়েছিলো নিউ জিল্যান্ড।  আর একমাত্র দল হিসাবে টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অনেকে অবশ্য পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিতর্কিত জয় দুটোকে এবারের টুর্নামেন্টের চাঁদের কলঙ্ক বলতে দ্বিধা করবেন না। ৫০:৫০ সিদ্ধান্তগুলো বিশেষ দলের অনুকূলে গেলে বিতর্ক হবে।
যাক শেষ হোক সুপার ১২।  মনে হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের একটি দল বাদ পড়বে।  অন্যদিকে পাকিস্তান এবং  বাংলাদেশ হয়তো পারবে না উৎরে যেতে।
যাহোক নানা কারণেই এবারের টি ২০ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − five =