টেইলর সুইফটের সেই আবেদন আর নেই: ট্রাম্প

পপ তারকা টেইলর সুইফটকে ফের কথায় ‘আক্রমণ’ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেস্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সুইফটের সেই ‘আবেদন আর নেই’। খবর বিডিনিউজ।

পিপল লিখেছে, ট্রুথ সোশালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আপনারা কি লক্ষ্য করেছেন, আমি ‘টেইল সুইফটকে ঘৃণা করি’ বলার পর থেকে তাকে আর ততটা আবেদনময়ী লাগছে না?” জনপ্রিয় এই পপ গায়িকাকে উদ্দেশ্য করে এ ধরনের ভাষায় ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ বিস্মিত করেছে সুইফট ভক্তদের।

তবে ট্রাম্প ও সুইফটের এই দ্বন্দ্ব নতুন নয়। ২০২০ সালে প্রকাশ পাওয়া নেটফ্লিক্সের ‘মিস আমেরিকানা’ তথ্যচিত্রে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরার পাশাপাশি ট্রাম্প সমালোচনায় সরব হয়েছিলেন এই সংগীত শিল্পী।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও শেয়ার করে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনে তার পক্ষে প্রচারণা চালাবেন সুইফট।

ওই ভিডিও ছড়িয়ে পড়লে সুইফট জানিয়েছিলেন, ট্রাম্পের ওই ভিডিও এবং তার করা দাবির কোনো ভিত্তি নেই। বরং ট্রাম্পের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের হয়ে সুইফটকে প্রচারে নামতে দেখা যায় এর কিছুদিন পরে। সেই থেকে সুইফটের ওপর দারুণ ওপর রাগ ট্রাম্পের। ওই সময়ই তিনি ট্রুথ সোশালে বলেছিলেন, “আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।”

এছাড়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গটি উঠলে সুইফটকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “আমি কখনোই তার ভক্ত ছিলাম না। তিনি উদারপন্থি সন্দেহ নেই, সমর্থন করেন ডেমোক্র্যাটদের। এজন্য সম্ভবত তাকে মূল্য চোকাতে হবে।”

নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য আসেনি সুইফটের কাছ থেকে।

সুইফটকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় ট্রাম্পের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পীদের সংগঠন ‘আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস ইন্টারন্যাশনাল’। বিলবোর্ডের খবরে বলা হয়েছে, সংগঠনটির সভাপতি টিনো গ্যাগলিয়ার্ডি নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

তাতে সুইফট ছাড়াও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় তাকেও আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ”সে (ব্রুস স্প্রিংস্টিন) পাথরের মত নির্বোধ।”

আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস ইন্টারন্যাশনাল বলছে, “আমাদের সংগঠনের দুই সদস্য ব্রুস স্প্রিংস্টিন ও টেইলর সুইফটকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে আমাদের সংগঠন চুপ থাকবে না।”

ব্রুস স্প্রিংস্টিন ও সুইফট কেবল প্রতিভাবান সংগীতশিল্পীই নন, তারা বিশ্বজুড়ে লাখো মানুষের আদর্শ ও অনুপ্রেরণা বলে জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতা সব শিল্পীরই রয়েছে। ‘আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস ইন্টারন্যাশনাল’ ব্রুস স্প্রিংস্টিন ও সুইফট পাশে আছে বলেও জানিয়েছেন সংগঠনটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + nineteen =