টেইল এন্ডারদের বীরত্বে ফলো অন এড়ালো ভারত

সালেক সুফী

এনারেমে  বোর্ডার-গাভাস্কার গুরুত্বপূর্ণ  ব্রিসবেন টেস্টের আজ শেষ দিন, জমে উঠেছে ব্যাট বলের তীব্র লড়াই। বৃষ্টি লুকোচুরির চতুর্থ দিন শেষে  আকাশ দ্বীপ এবং জাসপ্রিত বুমরার সাহসী শেষ জুটির বীরত্বে ফলো অনের লজ্জা এড়িয়ে টেস্ট পরাজয় ঠেকানোর সম্ভাবনা সৃষ্টি করেছে ভারত। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে দিনশেষে ভারতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৫২। এখনো পিছিয়ে ১৯৩ রানে।

আজ খেলার শেষ দিন। বৃষ্টি বিঘ্ন ঘটার সম্ভাবনা আজও আছে। ভারত চাইবে টেস্ট অমীমাংসিত থাকুক, অস্ট্রেলিয়া চেষ্টা করবে জিতে এগিয়ে যাওয়ার। খেলার এক পর্যায়ে জস হেজেলউড আহত হয়ে সিরিজ থেকেই ছিটকে পড়ায় অস্ট্রেলিয়ার বোলিং অপসন সীমিত হয়ে পড়েছে।

নাটকীয় রোমাঞ্চিকতায় পূর্ণ এই টেস্টে অনেক রোমাঞ্চ দেখেছে ক্রিকেট বিশ্ব। দেখতে হবে আরো কত নাটক লুকিয়ে আছে. তবে ভারতের শেষ জুটি আকাশ দ্বীপ (২৭* ) আর জাসপ্রিত বুমরার শেষ উইকেট জুটি ভারতকে শুধু ফলো অনের লজ্জা থেকেই মুক্ত করেনি, টেস্ট পরাজয় এড়ানোর সম্ভাবনার পথে অনেকটা এগিয়ে দিয়েছে।

আজ সকালে ভারত শুরু করে ৫১/৪। পাট কামিন্সের করা প্রথম বলটি লেংথে পড়ে লাফিয়ে উঠে রাহুলের ব্যাটে ছুঁয়ে স্লিপে সহজ ক্যাচ হয়ে স্টিভ স্মিথের হাতে গেলে লোপ্পা ক্যাচ ফেলে দেয় স্মিথ। এর পর থেকে রাহুল বীরত্বের সঙ্গে এক প্রান্ত আঁকড়ে থাকে। কিছু সময় পর অস্ট্রেলিয়া আক্রমণের অন্যতম স্তম্ভ জস হেজেলউড আহত হয়ে মাঠ  ছাড়ায় আক্রমণ সীমিত হয়ে পড়ে।

এর পরেও স্টার্ক এবং কামিন্সের দুরন্ত বোলিং বৃষ্টির লুকোচুরির মাঝেও ভারতের ফলো অন সম্ভাবনা জিয়িয়ে রেখেছিল। রাহুলের ৮৪ এবং জাদেজার সাহসী ৭৭ রান সত্ত্বেও একসময় স্কোর দাঁড়িয়েছিল ২১৩/৯।  ফলো ও এড়াতে তখনও প্রয়োজন ৩৩ রান। সেখান থেকে দুই শেষ ব্যাটসম্যান প্রবল প্রতিরোধ গড়ে তুলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে তুলে ভারতকে বিপদ মুক্ত করে।

আজ খেলার শেষ দিন। বৃষ্টি আজো খেলায় বাগড়া দিতে পারে। নিতান্ত দুর্ভাগ্য না হলে বলা যায় ভারত টেস্ট পরাজয় এবং পিছিয়ে পড়া এড়াতে পারবে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে দুটি দল কিছুটা পিছিয়ে যাবে। মেলবোর্ন এবং সিডনি টেস্ট দুটি তখন উভয় দলের জন্য মরণপন যুদ্ধের ময়দানে পরিণত হবে।

কাল যেভাবে রাহুল এবং জাদেজা ব্যাটিং করেছে ক্রিকেট বিশ্বের অনেক কিছুই শেখার আছে। শেষ দিকে শেষ জুটির বুক চিতিয়ে  ব্যাটিংয়ে ভারত অব্যশই পরাজয় ডিজার্ভ করে না। আজ শেষ দিনে প্রকৃতি সহায় থাকলে ক্রিকেট বিশ্ব ব্যাট-বলের স্নায়ুক্ষয়ী লড়াই দেখতে পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =