টেকনোলজি টিমকে সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

শক্তিশালী আইটি অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্র্যাক ব্যাংক তাদের টেকনোলজি টিমের সহকর্মীদের সম্মাননা দিয়েছে।

‘বিল্ডিং টুমোরোজ আইটি ইনফ্রাস্ট্রাকচার- টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড ভেঞ্চার ইন-২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠনে ব্যাংকের টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট টিমের সহকর্মীদের কঠোর পরিশ্রম এবং নিবেদিত প্রচেষ্টার জন্য সম্মাননা দিয়েছে ব্যাংকটি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম, হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস সাকেব জামিল উপস্থিত ছিলেন।

এ সময় সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সাপোর্ট এবং ভবিষ্যতে ব্যবসায়িক সম্প্রসারণের শক্তিশালী ভিত্তি তৈরি করতে ব্র্যাক ব্যাংক আইটি ইনফ্রাস্ট্রাকচারে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে। ব্যাংকের একটি শক্তিশালী আইটি ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্টে টিমের সহকর্মীরা।’

ব্যাংকের টেকনোলজির ভবিষ্যত বিনির্মাণের জন্য আইটি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি খাতে উন্নয়ন আমাদের ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রাকে আরও ত্বরান্বিত করেছে। টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য আরও সহজ এবং উপভোগ্য ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালু করা।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + nine =