হাড্ডা হাড্ডি লড়াইয়ে আকর্ষণীয় পরিসমাপ্তির পথে ক্রিকেটের দুই বিশ্ব মোড়ল ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ। প্রথম ইনিংসে ২২ রান পিছিয়ে থাকা ভারত দারুন ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে করেছে ৩৯৬। ইংল্যান্ড তৃতীয় দিনশেষে ৫০/১ করে ৩২৪ রানে পিছিয়ে আছে। উভয় দলেরই ম্যাচ জয়ের সম্ভাবনা আছে। ব্যাট বলের এমন জমজমাট লড়াই দেখতেই মুখিয়ে থাকে টেস্ট ক্রিকেটের ভক্ত অনুরাগীরা। ভারত জয়ী হলে সিরিজ শেষ হবে ২-২। দুইটি সম শক্তির দলের জন্য সেটি হয়তো হবে সঠিক ফলাফল। ইংল্যান্ড চেষ্টার ত্রুটি করবে না টেস্ট জিতে সিরিজ ৩-১ জয় করতে।
কাল সকালে ভারত শুরু করেছিল ২ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে। উইকেটে ছিল যশোভি জয়সোয়াল ৫১* এবং নৈশ প্রহরী আকাশ দ্বীপ ৪*। শুরু থেকেই বিশেষ পরিকল্পনা নিয়ে আক্রমনাত্বক খেলতে থাকা আকাশ দ্বীপ ৯৪ বলে ১২ চারে ৬৬ রান তুলে নেয়। ওপর প্রান্তে স্বমহিমায় সক্রিয় জয়সোয়াল সিরিজে তার প্রথম শতরান ১১৬ করতে ১৪ চার আর দুটি ছক্কা উপহার দেয়। এই জুটির ৩ উইকেট ১০৭ রান জুড়ে ভারত ইনিংসকে সুদৃঢ় ভীত গড়ে দেয়। ইংল্যান্ড কয়েকটি সহজ ক্যাচ ফেলে দিয়ে নিজেদের বিপদ ডেকে আনে। ভারত ইনিংসে শুভমান গিল ১১, করুন নায়ার ১৭, ব্যর্থ হলেও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে রাভিন্দ্রা জাদেজা ৫৩, ওয়াশিংটন সুন্দর ৫৩ এবং ধ্রুব জুরেল ৩৪, ভারত ইনিংস শেষ হয় ৩৯৬ রানে। ইংল্যান্ডকে জিততে হলে শেষ ইনিংসে করতে হবে ৩৭৫। সচরাচর শেষ ইনিংসে কঠিন টার্গেট। দিন শেষে ইংল্যান্ড জাক ক্রলির উইকেট হারিয়ে তুলেছে ৫০ রানে। জয়ের সীমানা এখনো ৩২৪ রান দূরে। সময় আছে আরো দুই দিন। উইকেট অনেকটাই সহজ হয়ে এসেছে।
ক্রিস ওকস দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারায় ইংলিশ আক্রমণ সীমিত ছিল। বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছে ইংল্যান্ড। টোঙ্গা ১২৫ রানে ৫ উইকেট এবং আটকিন্সন ১২৭ রানে ৩ উইকেট নেয়ায় জয়ের নিশানা ধরা ছোয়ার মধ্যে রেখেছে ইংল্যান্ড। দুই দল জয়ের জন্য তুমুল লড়াই করবে সন্দেহ নেই। ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে সিরিজের উত্তেজনাপূর্ণ আকষণীয় পরিসমাপ্তি দেখতে পাবে।
ভারত প্রথম ইনিংস ২২৪ অল আউট (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮, ওয়াশিংটন সুন্দর ২৬, গাস আটকিন্সন ৫/৩৩, জস টঙ্গা ৩/৫৭)
ভারত দ্বিতীয় ইনিংস ৩৯৬ অল আউট (যশোভি জয়সোয়াল ১১৮, আকাশ দীপ ৬৬, রাভিন্দ্রা জাদেজা ৫৩, ওয়াশিংটন সুন্দর ৫৩, ধ্রুব জুয়েল ৩৪, গাস আটকিন্সন ৩/ ১২৭, জস টঙ্গা ৫/১২৫, জেমি ওভারতন ২/ ৯৮)
ইংল্যান্ড প্রথম ইনিংস ২৪৭ অল আউট (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্ৰুক ৫৩, বেন ডাকেট ৪৩, জো ৰূট ২৯, প্রসিদ কৃষ্ণা ৪/৬২, মোহাম্মদ সিরাজ ৪/৮৬)
ইংল্যান্ড ৫০/১ ( বেন ডাকেট ৩৪*, মোহাম্মদ সিরাজ ১/১১)
ইংল্যান্ড ৯ উইকেট হাতে নিয়ে ৩২৪ রানে পিছিয়ে আছে।