ট্রান্সজেন্ডার গৌরীর ভূমিকায় সুস্মিতা

কপালে বড় লাল টিপ। গলায় রুদ্রাক্ষের মালা। চোখে মুখে আক্রোশ। হাতে তালি দেওয়ার ভঙ্গিতে ছবি পোস্ট করলেন সুস্মিতা সেন। ‘তালি’ সিরিজে এরূপেই দেখা যাবে সুস্মিতাকে। গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানিয়েছিলেন সুস্মিতা। সেই সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো ‘আরিয়া’ সিরিজের নতুন মরশুমের শুটিং শুরু করেছেন। তবে শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে। তাতে ভিন্ন লুকে দেখা গিয়েছে সুস্মিতাকে। উজ্জ্বল নীল রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী। কপালে চওড়া টিপ। মাথার চুল খোঁপা করে বাঁধা রয়েছে সুস্মিতার। তাতে আবার ফুল জড়ানো।

অভিনেত্রীর এই লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছিল। রূপান্তরিত লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে। পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল তার। বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাকে বড় করে তোলেন।

আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তার কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে উঠে আসবে তার জীবনের গল্প।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − six =