ট্রামকে তিরস্কার করে রাশিয়ার কাছে ‘মাথা নত না করার’ প্রতিশ্রুতি বাইডেনের

ওয়াশিংটন, ৮ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তিনি রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের কাছে ‘মাথা নত’ করবেন না। স্টেট অব দ্য ইউনিয়নে তার ভাষণের শুরুতেই তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে এ কথা বলেন। খবর এএফপি’র।

বাইডেন যৌথ অধিবেশনে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট আমার পূর্বসূরি পুতিনকে বলেছেন, ‘আপনি যা খুশি করেন।’

তবে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের কাছে ‘আমি মাথা নত করব না।’

তিনি আরো বলেন, ‘আক্ষরিক অর্থে তা ইতিহাস দেখছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × five =