ডর্টমুন্ড থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় বায়ার্নে যোগ দিলেন গুয়েরেইরো

লেফট-ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। বেভারিয়ান্স ক্লাবের পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে। ২৯ বছর বয়সী গুয়েরেইরো ডর্টমুন্ডে সাত মৌসুম কাটানোর পর বুন্দেসলিগা চ্যাম্পিয়ন্স দলে যোগ দিলেন। ডর্টমুন্ডের হয়ে পর্তুগীজ এই ডিফেন্ডার দুটি জার্মান কাপের শিরোপা জয় করেছেন। বায়ার্নের সাথে তার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।

২০১৬ ইউরো বিজয়ী পর্তুগালের দলের সদস্য গুয়েরেইরো বায়ার্নে ম্যানেজার থমাস টাচেলের সাথে আবারো একত্রিত হচ্ছেন। এই কোচের কারণেই তিনি ডর্টমুন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন। এক বিবৃতিতে গুয়েরেইরো বলেছেন, ‘এফসি বায়ার্ন থেকে যখন ডাক আসে তখন আমি দ্রুত সিদ্ধান্ত নেই। এই ধরনের বড় একটি ক্লাবে খেলা সত্যিই সৌভাগ্যের ব্যপার। ডর্টমুন্ডে আমি ও থমাস টাচেল বেশ ভাল কিছু সময় কাটিয়েছি। আমি এমন ধরনের খেলোয়াড় যে সমসয় সুযোগ সৃষ্টি করতে চায়, ম্যাচে আধিপত্য দেখাতে চাই। বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের চেষ্টা করবো। এটাই এই ক্লাবের দর্শন।’

গুয়েরেইরো মধ্যমাঠে খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। ডর্টমুন্ডে মৌসুমের শেষ ভাগে তিনি পজিশন পরিবর্তন করে খেলেছেন। এবারের মৌসুমে সর্বোচ্চ ১২টি এ্যাসিস্ট তিনি করেছেন। সাথে রয়েছে চারটি গোল।বায়ার্ন প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেছেন, ‘বুন্দেসলিগায় এই মুহূর্তে সেরা একজন ধারাবাহিক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমান করেছেন গুয়েরেইরো।’

মৌসুমের শেষ দিনে ডর্টমুন্ডকে গোল ব্যবধানে পিছনে ফেলে ২০২২-২৩ বুন্দেসলিগা শিরোপা জয় করেছে বায়ার্ন। এর মাধ্যমে বায়ার্ন লিগে টানা ১১তম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে। গত এক দশকে রবার্ট লিওয়ানদোস্কি ও মারিও গোটশেসহ বেশ কয়েকজন খেলোয়াড় ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দিয়েছেন। এবারের গ্রীষ্মে মিডফিল্ডার কোনার্ড লেইমারকে আরবি লিপজিগ থেকে দলে ভেড়ানোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গুয়েরেইরোর সাথে চুক্তি করলো বায়ার্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + eight =