ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে, ইনফিনিক্স মোবাইলের সহযোগিতায় “প্রাউড বাংলাদেশ” মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপের যাত্রা শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে মোবাইল ফিল্মমেকিং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।
চারদিনব্যাপী এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে ১৬, ১৭, ২৩ ও ২৪ জানুয়ারি। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত, মোবাইল ডিভাইসের মাধ্যমে গল্প বলায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে “প্রাউড বাংলাদেশ” থিমের ওপর ভিত্তি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন, যেখানে বাংলাদেশের সংস্কৃতি, সৃজনশীলতা, স্থিতিশীলতা ও জাতীয় গর্বের গল্পগুলো তুলে ধরা হচ্ছে।
১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৭০টিরও বেশি আবেদন জমা পড়লেও, সেখান থেকে মাত্র পাঁচটি দল এবং মোট ২০ জন অংশগ্রহণকারীকে এই ওয়ার্কশপের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ইন্সট্রাক্টর মীর ওয়াদুদ ইসলামের নেতৃত্বে এই ওয়ার্কশপে চলচ্চিত্র নির্মাণের পুরো প্রক্রিয়া শেখানো হচ্ছে ধারণা তৈরি ও স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে শুটিং, এডিটিং এবং চূড়ান্ত সাবমিশন পর্যন্ত। অংশগ্রহণকারীরা মোবাইল ফিল্মমেকিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞ ইন্ডাস্ট্রি পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ পাচ্ছেন।
ওয়ার্কশপ শেষে সকল নির্বাচিত অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবেন। নির্মিত চূড়ান্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এবং সেরা দলগুলো ইনফিনিক্স বাংলাদেশ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে।