‘ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান

ওটিটি প্ল্যাটফর্মকে ঘিরে আয়োজিত  ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১পেলেন একঝাঁক তারকা অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের রূপকার হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়চ্যানেল আই প্রাঙ্গণে শুক্রবার রাতে আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা নিবেদনে বসেছিল এবারের আসর

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে ওয়েবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে চরকিরখাঁচার ভেতর অচিন পাখি’, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার জিতেছেন একই প্ল্যাটফর্মেরনেটওয়ার্কের বাইরেছবির মিজানুর রহমান আরিয়ান, ‘খাঁচার ভেতর অচিন পাখি জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ফজলুর রহমান বাবু, একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে চরকিরঊনলৌকিক শ্রেষ্ঠ পরিচালক হইচইয়ের  ‘মহানগর’-এর আশফাক নিপুণ, শ্রেষ্ঠ অভিনেতা ইন্তেখাব দিনার (ঊনলৌকিক) জি ফাইভেরলেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এর জন্য শেষ্ঠ অভিনেত্রী হয়েছেন তাসনিয়া ফারিণ

নাটকে শ্রেষ্ঠ নাট্যকার পরিচালক মারুফ হোসেন (বিলোপ), শ্রেষ্ঠ পরিচালক ভিকি জাহেদ (পুনর্জন্ম), শ্রেষ্ঠ অভিনেতা আফরান নিশো (বিলোপ), অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (অহং), মেহজাবীন চৌধুরী (পুনর্জন্ম) শ্রেষ্ঠ রাইজিং স্টার হিসেবে পুরস্কৃত হয়েছেন তাসনিয়া ফারিন (তিথির অসুখ) মোস্তফা মন্ওয়ার (জাগো বাহে) শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শাহরিয়ার পলকের  রাত জাগা পাখি’, শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট নাদিরেরএটাই আসল ঢাকা’, ফেসবুক কনটেন্ট শামীমা শ্রাবণীরকুত্তা কেন বলো, টাইসন বলো’, শ্রেষ্ঠ এডুটেনমেন্ট কনটেন্ট জুবায়ের তালুকদারেরফটোগ্রাফি কম্পোজিশন ফর বিগিনার্স’, অ্যাগ্রোটেক দেশের প্রথম আবহাওয়া পূর্বাভাসবিষয়ক ডিজিটাল তথ্যসেবা মার্স, হেলথটেক স্টেমসেল থেরাপিতে অবদানের জন্য টটি সেল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিশেষ অতিথি তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, চ্যানেল আইয়ের পরিচালক বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ এবং অতিথি ছিলেন প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার

দেশ রূপান্তর

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × four =