ডেবিউ অ্যাওয়ার্ড জিতলেন কাজল!

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর ডেবিউ অ্যাওয়ার্ড জিতলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী কাজল। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ”দ্য ট্রায়াল” সিরিজ দিয়ে ওয়েব ডেবিউ করেছিলেন কাজল চলতি বছরেই। শুধু তাই নয়- ক্যামেরার সামনে তার তার ”নো কিসিং পলিসি” ভেঙে চুমুও খেয়েছিলেন। আন্তর্জাতিক সিরিজ ”দ্য গুড ওয়াইফ” এর ভারতীয় রূপান্তর ”দ্য ট্রায়াল” এ নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। আর সেই চরিত্রে অভিনয়ের জন্যই তিনি জিতেছেন ” ওটিটি প্লে অ্যাওয়ার্ড ২০২৩” এর সেরা ডেবিউ অ্যাওয়ার্ড (মহিলা) !

তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর ডেবিউ অ্যাওয়ার্ড জেতার বিষয়ে কাজল বলেন,”এটি সম্ভবত আমার জীবনে প্রথম ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছি। ওটিটি একটি আশ্চর্যজনক প্ল্যাটফর্ম। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, আমরা একটি আশ্চর্যজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে ডেবিউ অ্যাওয়ার্ড দেয়ার জন্য এবং এখানে থাকা সব বিস্ময়কর প্রতিভাকে স্বীকৃতি দেয়ার জন্য অনেক ধন্যবাদ।”

”দ্য ট্রায়াল” সিরিজে দেখা যায় যৌন সুবিধা নেয়ার অপরাধে জেলে যায় কাজলের (নয়নিকা সেনগুপ্ত) স্বামী যিশু (রাজীব সেনগুপ্ত)। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়বে কাজলের কাঁধে। এরপর নিজের পুরোনো পেশায় (আইনজীবী) ফিরবে সে। কলেজ জীবনে আলি খান অভিনীত চরিত্রের সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল, পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং শেষমেশ রাজীবকে বিয়ে করে নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করেই নয়নিকার জীবনে ফিরে আসে পুরোনো প্রেম। পুরোনো সম্পর্ক আর স্বামীকে নিয়ে দোটানায় পড়ে যায় নয়নিকা।

এদিকে জানা গেছে ,কাজল অভিনীত ”দো পাট্টি” শিরোনামের ওটিটি ফিল্ম মুক্তি পাবার কথা রয়েছে আগামী বছর। যাতে আরও দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + sixteen =