ঢাকায় ‘সিনেমায় নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি শর্মিলা ঠাকুর

প্রতি বছর বিশ্বের নানা সিনেমা নিয়ে আসর বসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারো সে ধারা বজায় থাকছে। ২০ জানুয়ারি বসবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এ উৎসবের অন্যতম অংশ সিনেমায় নারী শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। প্রতিবারের মতো এবারো এ সম্মেলন হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

‘সিনেমায় নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের বিস্তারিত বিষয় জানতে চাইলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) দশমবারের মতো দুই দিনব্যাপী ‘সিনেমায় নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ ও ২২ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সহযোগিতায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২১ জানুয়ারি সিনেমায় নারী শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারত উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করবেন উৎসবের চেয়ারপারসন অধ্যাপক কিশোয়ার কামাল।

এছাড়া ২১ জানুয়ারি প্রথম দিনের প্রথম সেশনে ‘নেভিগেটিং ডুয়াল আইডেন্টিটিজ: অ্যান এক্সপ্লোরেশন অব ইন্টারসেকশনালিটি ইন মাদারহুড অ্যান্ড ফিল্মমেকিং’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি বিভাগের প্রধান ড. ইপ্সিতা বরাট। দ্বিতীয় সেশনে ‘স্টিয়ারিং থ্রু দ্য সিনিস্টার হুইসপার অব মডার্নিটি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন সেলুলয়েড পত্রিকার ডেপুটি এডিটর সামারাহ জান্নাতি জামাল। তৃতীয় সেশনে মার্কিন অভিনেত্রী ক্যাটরিনা খ্রামোভা পাঠ করবেন ‘দ্য রোল অব কনটেম্পরারি সিনেমা ইন এমপাওয়ারিং ইয়ং গার্লস: আ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অব ফিল্মস দ্যাট ইন্সপায়ার কনফিডেন্স, অ্যাম্বিশন অ্যান্ড রেজিলিয়েন্স’। আলোচনায় থাকবেন ভারতের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও প্রামাণ্যচিত্রকার ও প্রযোজক তাহরিমা খান। পরিচালনায় থাকবেন শিল্পরসিক নাঈমা চৌধুরী।

সম্মেলনের দ্বিতীয় দিন শুরু হবে মেহজাদ গালিবের ‘পসিবিলিটি অব ফিমেইল ড্রিভেন কনটেন্ট ইন দ্য ওটিটি প্লাটফর্ম ইন বাংলাদেশ’ প্রবন্ধটি দিয়ে। আলোচক হিসেবে থাকবেন ড. ইপ্সিতা বরাট ও অভিনেত্রী বন্যা মির্জা। সেশনটি পরিচালনা করবেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শামীম আকতার।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ‘বিয়ন্ড ভিকটিমাইজেশন: এক্সপ্লোরিং এজেন্সি অ্যান্ড অলটারনেটিভ রিপ্রেজেনটেশন অব ফিমেইল সাবজেক্টিভিটি ইন শ্রীলংকান সিনেমা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন অনুরাধা কোডাগোডা। আলোচক হিসেবে থাকবেন ফিলিপাইনের অভিনেত্রী ও প্রযোজক ড. রেবেকা শাংকুয়ান চুয়ায়ুনসু ও ক্যাটরিনা খ্রামোভা। সেশনটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন।

তৃতীয় সেশনে ‘বিহাইন্ড দ্য সিনস অব এমপাওয়ারমেন্ট: ফিল্মমেকিং অ্যাজ আ টুল টু কমব্যাট জেনিটাল মিউটিলেশন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন অ্যানজা স্ট্রেলেক। আলোচক হিসেবে থাকবেন চিত্রনাট্যকার ও সমালোচক সাদিয়া খালিদ রিতি ও বুলগেরিয়ার চলচ্চিত্র নির্মাতা ইয়ানা লেকারসকা। সেশনটি পরিচালনা করবেন অধ্যাপক কিশোয়ার কামাল।

দুদিনের এ সম্মেলন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ। প্রতি বছর এ সম্মেলনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা ও অভিনেত্রীরা অংশ নিয়ে থাকে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নয়দিনের আসরে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় ২৫০টি চলচ্চিত্র। ২০২৪ সালের এ উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 16 =