ঢাকার আর্মি স্টেডিয়ামে চ্যারিটি কনসার্ট আজ

দেশের শিল্পীদের সঙ্গে গাইবেন পাকিস্তানের রাহাত ফতেহ আলী

রাহাত ফতেহ আলী খানসহ ইকোস অব রেভল্যুশন কনসার্টে আছেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। গান শোনাবে ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, হান্নান ও সিলসিলা।

ছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ এই চ্যারিটি কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটি আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।

জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম। কনসার্ট থেকে পাওয়া অর্থ দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। এই চ্যারিটি কনসার্টের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাহাত ফতেহ আলী খান। ইকোস অব রেভল্যুশন কনসার্টে গাইতে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না তিনি। পারিশ্রমিকের অর্থ ফাউন্ডেশনে দিতে বলেছেন রাহাত ফতেহ আলী।

রাহাত ফতেহ আলী খানসহ ইকোস অব রেভল্যুশন কনসার্টে আছেন দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, হান্নান ও সিলসিলা।

ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার, সামনের সারির টিকিট ৪ হাজার ৫০০ এবং সাধারণ ২ হাজার ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়)। গান ছাড়াও অনুষ্ঠানে থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটকের প্রদর্শনী। থাকবে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার। আয়োজন শুরু হবে বিকেল ৪টায়। দর্শকদের জন্য গেট খোলা হবে বেলা ২টায়।

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। তিনি বলেন, ‘বাংলাদেশের সাহসী ভাই-বোনদের আমার সালাম। জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের পরিবারগুলোর জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছেন। কনসার্ট থেকে সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন তাঁদের পরিবারগুলোর কল্যাণে। বাংলাদেশি ভাই-বোনদের সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ। বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্ব জিন্দাবাদ।’

ইকোস অব রেভল্যুশন কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের কোনো ভাড়া নিচ্ছে না সেনাবাহিনী। আন্দোলনে আহত-নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে সহায়তার মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন হওয়ায় সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া কনসার্টের দিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য টোল মওকুফ করা হয়েছে। সেই সঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত হয়েছে। কনসার্টের টিকিটে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক মওকুফ করেছে সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − six =