ঢাকার নুসরাত কলকাতার যশের সিনেমা ‘রকস্টার‘

আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ঢাকার নুসরাত ফারিয়াকে। এ চিত্রনায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এর শুটিং।

সিনেমাটি প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল। তারা জানায়, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নুসরাত জানান, ছবিটি রোমান্টিক-থ্রিলার ঘরানার। দুই একদিনের মধ্যে তিনি ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর বেশি এখনই কিছু বলতে নারাজ।

অন্যদিকে এই ছবির খবর প্রকাশের দুদিন আগেই নুসরাত ফারিয়া ফিরলেন অমিতাভ রেজার ইউনিট থেকে। একটা চুল ধোয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 4 =