ঢাকার হকারদের নিয়ে ফরাসি নির্মাতার নাটক

ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। সেই হকারদের শ্রদ্ধা জানিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মঞ্চে আনছে কমেডি নাটক ‘সং অব হকারস’। ২০ ও ২১ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকটি।

সং অব হকারস নাটকে ঢাকার হকারদের গল্প তুলে ধরেছেন ফ্রান্সের জাজি হিয়ুন। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। এতে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হবে হকারদের দৈনন্দিন জীবনের তিনটি গল্প। গল্পগুলো হলো—‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিঅ্যাওয়ার্ড’ ও ‘দ্য কম্পিটিশন’।

এ পরিবেশনায় গ্র্যান্ড গিগনলের কৌশল ব্যবহার করেছেন অভিনয়শিল্পীরা, যা ঊনবিংশ শতাব্দীর একটি ফরাসি থিয়েটার রূপ। গান, নৃত্য ও পাপেটের সমন্বয়ে শিল্পীরা ফুটিয়ে তুলবেন হকারদের বিভিন্ন চরিত্র।

সং অব হকারস নাটকের প্রধান সহকারী প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ, নৃত্য পরিকল্পনায় ফরহাদ এ শামিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া মৌ। নাটকটি দেখতে টিকিট লাগবে না। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিনা মূল্যে উপভোগ করা যাবে সং অব হকারস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 5 =