ঢাকায় ফেমিনা ফ্লন্ট স্টুডিও স্যালুন উদ্বোধন

দেশে ভারতীয় স্যালুন পরিষেবা খাতের শীর্ষস্থানীয় সংস্থা ‘ফেমিনা ফ্লন্ট স্টুডিও স্যালুন’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান ২-এর আরএম সেন্টারে এর উদ্বোধন করা হয়। চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়া ও সিয়াম আহমেদ এই ফ্র্যাঞ্চাইজির উদ্বোধন করেন।

ফেমিনা ফ্লন্ট স্টুডি ও স্যালুন বিডির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বলেন, ‘আমাদের প্রিয় শহরে এ সৌন্দর্য সেবাগুলো নিয়ে আসতে পেরে আনন্দিত। আসুন এবার আমরা আমাদের সৌন্দর্য এবং রূপশৈলীর যৌথ উদযাপনে ঐক্যবদ্ধ হই।’ এ সময় দেশের বিনোদন, লাইফস্টাইল ও সংস্কৃতি অঙ্গনের শীর্ষ তারকারাও উপস্থিত ছিলেন।

ফেমিনা ফ্লন্ট স্টুডি ও স্যালুন বিডির সেবার মধ্যে রয়েছে– দক্ষ ও বিশেষজ্ঞ মাধ্যমে সব ধরনের চুল ও ত্বকের সেবা, ট্রিমিং, স্লিমিং, ডায়েট পরামর্শ, মেকআপ, নখের যত্নসহ অন্যান্য সৌন্দর্য ও লাইফস্টাইল সেবা।ফেমিনা ফ্লন্ট বিখ্যাত ফেমিনা ম্যাগাজিন ব্র্যান্ডের একটিউদ্যোগ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের অধীন ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =