‘ঢাকা ৮৬’ সিনেমার নায়িকা রঞ্জিতার জন্মদিন আজ

‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’—গানটির কথা অনেকের মনে আছে হয়তো। সাড়া জাগানো এই গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। এ সিনেমায় নায়িকা ছিলেন রঞ্জিতা।

‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’—গানটির কথা অনেকের মনে আছে হয়তো। সাড়া জাগানো এই গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। এ সিনেমায় নায়িকা ছিলেন রঞ্জিতা।

নায়করাজ রাজ্জাক পরিচালিত এ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে নায়িকা ছিলেন তিনি।

রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বিনের বাদশা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন রঞ্জিতা। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে তাকে।

এ ছাড়াও, ১৮টি সিনেমা প্রযোজনা করেছিলেন রঞ্জিতা। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে—’কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’।

তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীল নকশা’।

টিভি নাটকেও অভিনয় করেছেন রঞ্জিতা। গুণী প্রযোজক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় ‘সার্কাস দেখুন’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

আশির দশকের সেই নায়িকা রঞ্জিতা ভালো নেই। স্ট্রোক করায় তার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অসহায় জীবনযাপন করছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন রঞ্জিতা। সংগীতশিল্পী প্রয়াত জুয়েল তার ভাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 6 =