ঢাবি নাটমণ্ডলে মঞ্চস্থ হবে ‘ওফেলিয়ামেশিন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাট্য প্রযোজনা ‘ওফেলিয়ামেশিন’। মাগদা রোমানস্কা রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া মনি।

এ নাট্য প্রদর্শনী ঘিরে আগামী ১৪ থেকে ১৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ৫ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ।

উৎসবে ১৪ থেকে ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির তিনটি প্রদর্শনী হবে। এছাড়া ১৭ ও ১৮ মে বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির আর চারটি প্রদর্শনী হবে। পাঁচ দিনে নাটকটির সাতটি প্রদর্শনী হবে।

এ নাটকে অভিনয় করছেন প্রত্যাশা, কানিজ ফারজানা, সোমা, জিনিয়া, অরুণা, ফারিহা, পূর্বা, রায়হান, আলীম, সিয়াম, নিলয়, সানজানা, পূজা, গোলাপ রাণী দাস, ইরা, আকাশ, আবু সায়ীদ, বিজয় চন্দ্র সিংহ, চন্দ্রিমা, আবিদ হাসান, চয়ন মণ্ডল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =