তথ্যমন্ত্রীর সঙ্গে ডিরেক্টরস গিল্ড নেতাদের সাক্ষাৎ

টেলিভিশন নাটক নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কমিটির নেতারা গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতেই মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মন্ত্রীর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি অনন্ত হিরা গুরুত্বপূর্ণ কিছু দাবি লিখিতভাবে উপস্থাপন করেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার সভায় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর, সহসভাপতি মনোজ সেনগুপ্ত, আশরাফুল আলম রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − nine =