তরুণ শিল্পীরা গাইলেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের গান’

বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশের ৬ তরুণ সংগীতশিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের গান’। গত মঙ্গলবার  বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

এতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের ৬ প্রতিভাবান শিল্পী বিউটি, সালমা, মাহতিম শাকিব, এস কে শানু, মোহনা ও পরাগ বিশ্বাস। গানটির কথা লিখেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী ও তরুণ গীতিকার জসীম উদ্দিন আকাশ। সুর করেছেন এসকে সানু, সংগীত পরিচালনা করেছেন রফিকুল ইসলাম ফরহাদ, রোহান রাজ, এ এইচ তূর্য, পরাগ বিশ্বাস। ভিডিও পরিচালনা করেছেন সাজিন খান।

গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লিখতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধুর অবদানের কথা লিখে শেষ করা যাবে না। নিজের ক্ষুদ্র চেষ্টা থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ গানটা লেখেছি। আশাকরি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবার ভালো লাগবে।’

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 1 =